জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে দক্ষতা প্রশিক্ষণ পরিষেবা প্রদানকারীদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০.৩০ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
লিলিয়েনা ফন্ডস এর অর্থায়নে সিডিডি এর সহযোগিতায় আইডিয়াল “দ্যা মিনিংফুল অ্যান্ড ইনক্লুশন অফ চিলড্রেন অ্যান্ড ইউথ উইথ ডিসঅ্যাবিলিটি ইন অল ডোমেইনস অফ কমিউনিটি বেইসড রিহ্যাবিলিটেশন” প্রকল্পের আওতায় আয়োজিত সভায় অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সিনিঃ মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, ভেটেনারী সার্জন ডাঃ আঃ সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা, সমবায় কর্মকর্তাসহ উপজেলা পর্যায়ের ৮ জন কর্মকর্মা। উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জন সার্ভিস প্রোভাইডারদের অংশ গ্রহনে প্রকল্পের ফিল্ড ট্রেইনার মোঃ আফতাবুর জামানের সঞ্চালনায় সভায় মূল আলোচনা রাখেন, সিবিআর অফিসার সুব্রত বাছাড় ও সিবিআর ফ্যাসিলেটর সাইজুল ইসলাম।

