
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনিতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সদর ইউনিয়ন তরুনলীগের সভাপতি আহত হয়েছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) হাড়িভাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
আহত নাজমুল জানান, ২০১০ সালে আশাশুনি সদরের ভাঙ্গাবিলে খুলনার মৎস্য ব্যবসায়ী লাভলু হোসেনের কাছে দাদন (অগ্রিম প্রদান) বাবদ ১লক্ষ ৯৪ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন তিনি। এরপর ২০১৩ সালে তারা তাকে দাদনের টাকা থেকে ১ লক্ষ টাকা ফেরত দেয়। এছাড়া গত তিনমাস আগে আরও ২০ হাজার টাকা ফেরত দিয়েছে। বাকি টাকা চাইলে লাভলু বিভিন্ন তালবাহানা শুরু করেন। রবিবার সকালে হাড়িভাঙ্গা বাজারে লাভলুর বন্ধু আজাদুল তাকে পেয়ে লাভলুর কাছে টাকা চেয়েছিস কেন জানতে চেয়ে মারপিট করেন। এ ঘটনায় অভিযোগের তদন্তের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই ফণীভূষণ সাংবাদিকদের জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবতী পদক্ষেপ নেয়া হবে।