
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে ভ‚মি সেবা, ভ‚মি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ও ডিজিটাল ভ‚মি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টার ন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন, সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানা। অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, ইউডিএফ দেবু বিশ্বাস আলোচনা রাখেন। আশাশুনিতে ভ‚মি সেবা প্রদানকারী উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।