
সচ্চিদানন্দদে সদয়, আশাশুনি : আশাশুনিতে প্রথমবারের মত ফগার মেশিন দিয়ে সরাসরি মশা নিধন কার্যক্রম উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের দুই সদস্য মহিতুর রহমান ও আব্দুল হাকিম।
মঙ্গলবার সকাল দশটায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স ভবন এলাকায় জেলা পরিষদের আয়োজনে মশা নিরোধক স্প্রে করে আশাশুনিতে প্রথম বারের মত আনুষ্ঠানিকভাবে তারা মশা নিধন কার্র্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরুণ কুমার ব্যাণার্র্জী, স্যানেটারি ইন্সপেক্টর জিএম গোলাম মোস্তফা, মেডিকেল অফিসার সউদ বিন খায়রুল আনাম, ইপিআই টেকেèশিয়ান দিলিপ কুমার ঘোষসহ স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
এরপর উপজেলা পরিষদ, খাদ্য গুদাম এলাকা, আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বর, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর, থানা এলাকা, বাজার চান্নি, সদরের সকল ড্রেনসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে স্প্রে করা হয়।
মশা নিধন কার্যক্রমে বিভিন্ন সময় যোগদান করেন প্রধান শিক্ষক আশরাফুন্œাহার নার্গিস, নিরঞ্জন কুমার মন্ডল, ওসি (তদন্ত) ইমারত হোসেন, ইউপি সদস্য তারিকুল আওয়াল, রিপোর্টার সমীর রায়, আকাশ হোসেন, ফায়জুল কবীর, যুুবলীগ নেতা দীপন মন্ডল প্রমুখ।