
আশাশুনি প্রতিবেদক: জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) এর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আশাশুনি সদরে এ কর্মসূচি পালন করা হয়।
জাসদের বিভিন্ন এলাকার নেতাকর্মীদের অংশ গ্রহনে আশাশুনি বাজারের বিভিন্ন সড়ক ও উপজেলা সড়কে বিভিন্ন শ্লোগানসহকারে মিছিল করা হয়ভ। মিছিল শেষে জনতা ব্যাংকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জাসদ আহবায়ক সুরাত উজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সেক্রেটারী কবি রুবেল, খাজরা ইউনিয়ন জাসদ সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক আঃ রহমান, বড়দল ইউনিয়ন সভাপতি সমরাশীষ মন্ডল বিপ্লব, জাসদ নেতা অরুন চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর সরদার, উপজেলা জাসদ ছাত্রলীগ সভাপতি মফিজুল ইসলাম।