
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কাজী সুবির হাসান, সুপার ভাইজার আহমেদ তাহমির ছিদ্দিক, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, সাধারণ সম্পাদক এসকে হাসান, রিপোর্টার্স ক্লাব সেক্রেটারী আঃ সামাদ বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে ২৪ জন প্রশিক্ষিত যুবকে ১১ লক্ষ ৮০ হাজার টাকা যুব ঋণ, ৩০ জন মোবাইল সাভির্সিং, ৩০ জন বøক বাটিক ও ৩০ জন হাঁসমুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্তকে সনদ পত্র এবং গাছের চারা বিতরণ করা হয়।