
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামে জমি জমা বিরোধের জের ধরে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল ৯ টায় হাজিডাঙ্গা গ্রামের আমজেদ সরদারের পুত্র মাদকাসক্ত ও অপহরণ সহ একাধিক মামলার আসামী মহাসিন হোসেন,তার মা সাহিদা খাতুন ,পিতা আমজেদ সহ অজ্ঞাত নামা কয়েক জনমিলে পুর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের হাসেম সরদারের পুত্র খোরশেদ আলমকে তার জমিতে সীমানা নির্ধারন করতে গেলে মহাসিন হোসেনের দলবল এসে খোরশেদকে এ্যলোপাতারি ভাবে লোহার রড,দা, শাবল,লাটি সোটা নিয়ে তার মাথায়,শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে ।তাতে তিনি মাথা সহ অনেক জায়গায় ফেটে ও কেটে যায় এ সময় লোকজন জানাজানি হলে মহাসিন ও তার দলবল স্থানত্যাগ করেন। এসময় স্থানীয়রা ঘটনা স্থলে এসে তাকে উদ্ধার করে।পরে তাকে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন বলে জানা যায়।

