সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে জনবসতি এলাকায় চিড়ার মিল বন্দের জন্য পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অমান্য করে মিল চালু করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে পরিবেশ অধিদপ্তরে ভুক্তভোগি পুনরায় লিখিত অভিযোগ করেছেন।
খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে আমিন উদ্দিন সরদারের পুত্র আলমগীর হোসেন কর্তৃক লিখিত অভিযোগে প্রকাশ, তাদের বসতবাড়ির পাশে মৃত আনার সরদারের পুত্র মনিরুজ্জামান (মনি) চিড়ার মিল করেন। মিলের ছাঁই ও ধোয়া রান্না ঘরের খাদ্যদ্রব্য, ঘরের বিছানা, বাইরের শুকাতে দেয়া কাপড় চোপড়, পুকুরের পানি অপরিচ্ছন্ন ও ব্যবহার অনুপযোগি করে দেয়। বিষয়টি নিয়ে ২০২০ সালের জানুয়ারিতে ইউএনও ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক বরাবর লিখিত অভিযোগ করলে মিলের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। কিন্তু সে আদেশকে তুয়াক্কা না করে এক বছর পরে এসে পুনরায় মিল চালু করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানান হয়েছে।