
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষ পূর্তি উপলক্ষে আশাশুনিতে বিশাল গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০.৩০ টায় আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামী এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ও উপজেলা পরিষদ সড়ক হয়ে জনতা ব্যাংক মোড়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল। উপজেলা সেক্রেটারী আনোয়ারুল হকের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর ও মাওঃ আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রতিষ্ঠাতা আমীর ডাঃ নূরুল আমিন, প্রভাষক দিপ্র কুমার মন্ডল, নায়েবে আমীর মাওঃ নূরুল আফছার মুরতাজা।