
আশাশুনি প্রতিবেদক: ইউনিয় পরিষদ নির্বাচনে আশাশুনি সদরের চেয়ারম্যান প্রার্থী ঢালী মোঃ সামছুল আলমের পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে এ গণসংযোগের আয়োজন করা হয়।
প্রচুর বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে সদর ইউনিয়নের হাড়ীভাঙ্গা, সব্দালপুর, কালিবাড়ী, ধান্যহাটি, সোদকোনা, শ্রীকলস ও আশাশুনি গ্রামের বিভিন্ন বাজার, জন সমাগম পূর্ণ স্থান, পথেঘাটে ও বাড়িতে বাড়িতে গিয়ে গনসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী ঢালী মোঃ সামছুল আলম। এসময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা তার সাথে ছিলেন।