
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির হাড়ীভাঙ্গায় চক্ষু ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সদর ইউনিয়নের হাড়ীভাঙ্গা বাজারস্থ গতকাল বিকাল ৩টায় এ চক্ষু ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। পল্লী সমাজের উদ্যোগে ও ব্র্যাকের সহযোগীতায় চক্ষু রোগীদের বিনা মূল্যে সেবা প্রদান করা হয় এবং স্বল্প মূল্যে ১০০ জন রোগীদের বিভিন্ন সেবা প্রদান করা এবং চশমা প্রদান করা হয়। চক্ষু ক্যাম্পেইনে চক্ষু পরীক্ষা করেন ব্র্যাক ই.এইচ.সি কর্মসূচীর পিও মুহিত হোসেন। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক হুমায়ুন কবীর, এফও মোঃ উজ্জ্বল হোসেন, মোকলেছুর রহমান প্রমুখ।