
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশ গ্রহনে গ্রাম আদালত বিষয়ক দু’ দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ মে) সকালে এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশে গ্রাম আদালত সক্রীয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতাধীন এ প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলার ১১ ইউনিয়নের সকল ইউপি সদস্যদের অংশ গ্রহনে অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম।