
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে গ্রাম আদালত বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় সমন্বয় সভায় অংশগ্রহণ করেন ১১টি ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ। প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে মাসিক রিপোর্ট উপস্থাপন করেন ইউএনডিপি’র জেলা ফ্যাসিলিটেটর রাজু আহমেদ। প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. জহির উদ্দীনের সঞ্চালনায় সভায় মাসিক রিপোর্ট প্রস্তুতির প্রশিক্ষণ প্রদান করা হয়।