
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা রামকৃষ্ণ দেবনাথ পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর। তিনি উপ সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছেন।
গত ৯ নভেম্বর ঘূণিঝড় আশ্রয় কেন্দ্র কন্ট্রোলরুমে কর্মরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হলে তাকে দ্রুত ঢাকা ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় ঢাকা থেকে তাকে খুলনা আবু নাছের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত ভোর রাত্র ৪টায় দিকে তিনি শেষ নিৎশ^াস ত্যাগ করেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বুধহাটা শ্মশানে তার শেষ কৃত্য অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অপর দিকে আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের বিশিষ্ট গ্রাম্য চিকিৎসকপ্রকাশ বসাক মঙ্গলবার রাতে পরোলোক গমন করেছেন।