আশাশুনি সংবাদদাতা : বাংলাদেশ গণ অধিকার পরিষদ (জিওপি) আশাশুনি উপজেলা অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা সদরের আদালতপুর জামে মসজিদ প্রাঙ্গণে যুব ও ছাত্র অধিকার পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক খাইরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি তবিবুর রহমান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশীদ, গণ অধিকার পরিষদের জেলা শাখার যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক আজিবর রহমান, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, শিক্ষক শফিকুল ইসলাম তুষার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ও জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আল ইমরান ইমু প্রমুখ। আশাশুনি উপজেলা সভাপতি হাফিজুর রহমান বাবুলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নাসিম রাজু। সভা শেষে নেতৃবৃন্দ ফিতা কেটে দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
পূর্ববর্তী পোস্ট