আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ মৌজার টেংরাখালী খালের পূনঃ খনন কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে বৃহত্তর খুলনা ও যশোর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের আওতায় এ খালের পূনঃ খনন কাজ উদ্বোধন করেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সাতক্ষীরা জোনের সহকারী প্রকৌশলী ইবনে সিনহা। কৃষি মন্ত্রনালয়ের অন্তর্ভূক্ত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সাতক্ষীরা নির্মাণ জোনের বাস্তবায়নে খাল পূনঃ খনন কাজের উদ্বোধন শেষে ফকরাবাদ ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, সাতক্ষীরা সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ হাবিবুল্লাহ, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সাংবাদিক এসএম শরিফ এর সার্বিক সহযোগিতায় কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতার অংশ হিসাবে ৪শত পিচ মাক্স উপস্থিত জনসাধারণের মাঝে বিতরণ করেন অতিথিবৃন্দ।
আশাশুনিতে খাল পূনঃ খনন কাজের উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট