
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি প্রতিবেদক : আশাশুনিতে কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় এ উপলক্ষে কোভিড-১৯ এর সচেতনতা বিষয়ক বিভিন্ন প্লাকার্ড সম্বলিত থানা চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। আশাশুনি থানা পুলিশের আয়োজনে র্যালীটি আশাশুনি সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন শেষে পূনরায় থানা চত্বরে এসে শেষ হয়। থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের সার্বিক তত্বাবধায়নে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমানের নেতৃত্বে র্যালীতে এসআই সেলিম হোসেন, মামুন হোসেন, আজিজুল ইসলাম, ফকির জুয়েল রানা, জাহাঙ্গীর হোসেন, শফিউল্লাহ মোল্যা ও নবাব আলী, এএসআই রুবেল সরদারসহ থানার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। “মাস্ক পরার অভ্যাস করুন, কোভিডমুক্ত বাংলাদেশ গড়ুন” এই শ্লোগানকে সামনে রেখে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী চলাকালে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতার অংশ হিসেবে সর্বস্তরের মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখা, সাবান দিয়ে বারবার হাত ধোয়া, মুখে মাক্স ব্যবহার করা ও হাত মেলানো থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়।