
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গায় ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আধুনিক চাষাবাদ পদ্ধতিতে আমন ধানের বীজ উৎপাদনের লক্ষ্যে কৃষি মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ইউনিয়নের গোয়ালডাঙ্গা যজ্ঞ মন্দির মাঠে আশাশুনি কৃষি পণ্য উৎপাদন এসোসিয়েশনের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান। সুশীলন এর সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সলিডারিটিস ইন্টারন্যাশনালের সাতক্ষীরা জেলার ডোনার প্রতিনিধি মিজানুর রহমান, সুশীলনের জেলা সমন্বয়কারী টিপু সুলতান, সহকারি জেলা সমন্বয়কারী দেব রঞ্জন বিশ্বাস প্রমূখ। সলিডারিটিস ইন্টারন্যাশনাল এর অর্থায়নে এসময় ইউনিয়ন কৃষি উপ সহকারি কর্মকর্তা দীপক মল্লিক, সাতক্ষীরা জেলা কৃষি পণ্য উৎপাদন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান টিটু, আশাশুনি কৃষি পণ্য উৎপাদন অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল কুদ্দুস, ইউনিয়ন পর্যায়ের কৃষি মাঠকর্মীসহ কৃষকরা উপস্থিত ছিলেন।