
আশাশুনি প্রতিবেদক : আশাশুনি উপজেলার কুল্যায় ভালো শিখন ও অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে দরগাহপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে অভিজ্ঞতা বিনিময় করতে সিভিও সদস্যবৃন্দ, সহায়ক দল এর সদস্যবৃন্দ, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহনে একটি দল কুল্যায় গমন করেন। সমতা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় সেখানে গিয়ে প্রতিনিধি দল কুল্যা ইউনিয়নের আগরদাড়ীতে “সবার উপযোগী শতভাগ হাত ধোয়ার প্রযুক্তি, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন, নিরাপদ পানি ও মাসিক ব্যবস্থাপনাযুক্ত ওয়ার্ড” কিভাবে ঘোষনা করলেন সে বিষয়ে জানার জন্য কুল্যা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর সভাপতিত্বে ইউনিয়ন ওয়াটসন কমিটির সাথে মতবিনিময় করেন। এরপর প্রতিনিধি দলের সদস্যবৃন্দ কুল্যা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আগরদাড়ীতে গমন করে ঐ গ্রামের পাড়া দলের সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করেন। সবশেষে প্রতিনিধি দলের সদস্যবৃন্দ “সবার উপযোগী শতভাগ হাত ধোয়ার প্রযুক্তি, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন, নিরাপদ পানি ও মাসিক ব্যবস্থাপনাযুক্ত ওয়ার্ড এর পাড়া (খানা) পরিদর্শন করেন। সফরকালে পৃথক পৃথক স্থানে সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম, দরগাহপুর ইউপি সচিব মাহফুজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর প্রতিনিধি মনিরুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, সমতা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা হারুন অর রশিদ ও সমতা প্রকল্পের ডিআইএএফ ডিআরআরএ আক্তারুল ইসলামসহ দরগাহপুর থেকে গমনকৃত প্রতিনিধি দলের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।