
আশাশুনি প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পরিষদের অর্থায়নে নির্মিত আশাশুনি সদর ইউনিয়নের কমলাপুর সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরের ছাদ ঢালাইয়ের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৩ মে) সকালে প্রধান অতিথি হিসেবে ঢালাইয়ের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য ও আশাশুনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মহিতুর রহমান। তিনি জানান- জেলা পরিষদের পক্ষ থেকে মন্দিরটি নির্মানের জন্য ৪ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত কাজের শেষ পর্যায়ে ছাদ ঢালাইয়ের কাজ চলছে। আর অল্প কিছুদিনের মধ্যেই বাকি কাজ সম্পন্ন হবে বলে আশা করছি। এসময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি অসীম বাছাড়, সাধারণ সম্পাদক স্বপন বাছাড়, উমাপদ মণ্ডল, অর্জুন বাছাড়, তারক মণ্ডলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।