আশাশুনি প্রতিবেদক:
আশাশুনিতে কাতার চ্যারিটির সুপেয় পানির প্রকল্প পরিদর্শন করা হয়েছে। সোমবার বিকালে আশাশুনি সদরে এ প্রকল্প পরিদর্শন অনুষ্ঠিত হয়। প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন।
কাতার চ্যারিটির ঢাকা মিডিয়া সেলের প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম, রতন, হাসান মোল্যা, গোলাম রব্বানী, কাতার চ্যারিটির টেকনোলজী পার্টনার পরিচালক সৌরভ গাঙ্গুলী, কাতার চ্যারিটির জেনারেল ম্যানেজার শফিউল আজম লিটন, সহকারী জেনারেল ম্যানেজার সৌমিত রায় প্রমুখ। সুপেয় পানির প্লান্ট পরিদর্শনকালে স্টোক হোল্ডার ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে এলাকাবাসী জানান, আশাশুনিতে লবনাক্ততার কারনে সুপেয় পানির বড়ই অভাব। কাতার চ্যারিটির পানির প্রকল্প স্থাপনের কারনে এলাকার মানুষের কিছুটা হলেও সুপেয় পানির অভাব পুরন হবে। কাতার চ্যারিটির পানির প্রকল্প বৃদ্ধির জন্য দাবী জানানো হয়।