
নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বুধহাটা গ্রামের সোহেল সরদার নামের এক ব্যক্তির করোনা শনাক্ত পজিটিভ শনাক্ত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা তার বাড়িটি লকডাউন করেন। এ সময় লকডাউনকৃত বাড়িতে কোন কিছু প্রয়োাজন হলে স্থানীয় গ্রাম পুলিশ, ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যানকে ও উপজেলা প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে এবং সার্বক্ষণিক সেখানে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা।