
আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে কপোতাক্ষ নদে রক্ষা রিং বাঁধ ভেঙ্গে প্রায় ৪শ বিঘা জমির মৎস্য ঘের প্লাবিত হয়েগেছে। প্লাবনের ফলে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছে এলাকাবাসী। বুধবার (২৮ মে) দুপুরে জোয়ারের তোড়ে রিং বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়।
দরগাহপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সুবেদখালী এলাকার কপোতাক্ষ নদের তীরে রিং বাঁধ ভেঙ্গে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। পানি উন্নয়ন বোর্ডের বাঁধ থেকে এই রিং বাঁধের দূরত্ব থাকায় বিস্তর এলাকায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
দরগাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল জানান, বুধবার দুপুরের জোয়ারে নদী খনন করে তৈরি করা রিং বাঁধ ভেঙ্গে যায়। এতে ৪শ বিঘার অধিক জমির মৎস্য ঘের পানিতে ভেসে গেছে। কমপক্ষে ২০ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছে মৎস্য চাষীরা। স্থানীয় রহমত আলী জানান, দুপুরে জোয়ারের তোড়ে আমার বাড়ীর পাশ থেকে অনেক খানি জায়গা এক বারে ভেঙ্গে পানি ঢুকে পড়ে। রাতের জোয়ার আসার আগে এই ভাঙ্গন আটকাতে না পারলে ওয়াপদা রাস্তা ভেঙ্গে গিয়ে ইউনিয়নের অনেক এলাকা ডুবে যেতে পারে। পাউবোর উপ-সহকারি প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, এটা মুলত ওয়াপদার বাঁধ না, কপোতাক্ষ নদ খননের ফলে সৃষ্টি হওয়া একটি রিং বাঁধ। দুপুরের জোয়ারে পানির চাপে রিং বাঁধটি ভাঙ্গার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রিং বাঁধ মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, রিং বাঁধ ভাঙ্গার খবর পাওয়া মাত্রই আমি পাউবোসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।