বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে: আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম (পিপিএম)’ ঘূর্ণিঝড় মোখা’র সতর্কবার্তা জানিয়ে তিনি বলেন, উপজেলায় সকল কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে অবস্থান করে “মোখা” ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। জানা গেছে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ট্যাগ অফিসারগণকে সার্বক্ষনিক সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদের সাথে যোগাযোগ রেখে পরিস্থিতি মোকাবেলাসহ সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে এবং কোন মানুষকে প্রয়োজনে ঘরের বাহিরে সাইক্লোন সেন্টারে অবস্থানের ব্যবস্থা করতে হবে। এছাড়া উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে, যার নাম্বার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ফোন নাম্বার- ০৪৭২২-৫৬০২১ এবং মোবাইল নং- ০১৭১২-৪৩৭১৩২ নং সার্বক্ষণিক তথ্য আদান প্রদান করতে হবে। এ উপজেলার ১১টি ইউনিয়নের সকল স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সাইক্লোন সেন্টার হিসাবে প্রয়োজনবোধে ব্যবহার করা যাবে। ঐ সমস্ত প্রতিষ্ঠান গুলিতে মেডিকেল টিম অবস্থান করতে পারবেন। ট্যাগ অফিসার রিপোর্ট কন্ট্রোলরুমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর বরাবর তাৎক্ষণিক সরবরাহ করবেন। কর্মরত সকল সরকারী কর্মকর্তা/ কর্মচারী তাদের সার্বক্ষণিক ভাবে অর্পিত দায়িত্ব পালন করার সিদ্ধান্তের কথা বলা হয়। উপজেলা সিপিপি টিম প্রস্তুত রাখতে হবে। প্রয়োজন বোধে যে কোন সময় তাদেরকে বিভিন্ন দায়-দায়িত্ব প্রদান করে বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করতে হবে। জনস্বাস্থ্য প্রকৌশলী, আশাশুনি, সাতক্ষীরা দুর্যোগকালীন সময়ে বিভিন্ন গ্রামে বিভিন্ন সাইক্লোন সেন্টারে বিশুদ্ধ খাওয়ার পানি সরবারহের ব্যবস্থা স্বাস্থ্য সম্মত সেনেটারি ল্যাট্রিনের রবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা এবং সার্বক্ষনিক যোগাযোগ রাখতে হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেডিকেল টিমকে প্রাথমিক চিকিৎসার সকল যন্ত্রপাতি স্যালাইন ও ঔষধপত্র তাদের মাঝে সরবরাহ করবেন এবং ইউনিয়ন ওয়ারী গঠিত মেডিকেল টিমকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন এবং তাদের দায়িত্ব বণ্টন করবেন। স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যামবুলেন্সটি জরুরী প্রয়োজনে কাজে লাগানো/ ব্যবহারের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবেন। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের ডাক্তার/ স্বাস্থ্য সহকারীগণকে বিভিন্ন সাইক্লোন সেন্টারে দায়িত্ব প্রদান করবেন। দুর্যোগকালীন সময়ে রাস্তা ঘাটে চলাচলের জায়গায় কোন গাছপালা বিদ্যুতের খুঁটি পড়ে রাস্তা ঘাট বন্ধ হলে তাৎক্ষণিক ভাবে তাহা পরিষ্কার এবং উদ্ধারের সকল কার্যক্রম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ব্যবস্থা গ্রহণ করবেন। ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ কর্মরত আছেন। তারা বিভিন্ন এলাকায় কৃষকদের উৎপাদিত বরো ধান জরুরী ভিত্তিতে ঘরে তোলার সকল ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আম চাষিদের জরুরীভিত্তিতে আম গাছের ছোট ডালগুলি বড় ডালের সাথে বেধে রাখার সুপরামর্শ দিয়েছেন। তাছাড়া শাক সবজি ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য জরুরী পদক্ষেপ গ্রহণ করবেন। উপ-সহকারী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, আশাশুনি, সাতক্ষীরা তার এরিয়ার মধ্যে যে সমস্ত ঝুকিপূর্ণ ভেড়ীবাধ আছে, সে গুলো জরুরী ভিত্তিতে মেরামত করার ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহিত হয়। ঝুকিপূর্ণ বাধ হিসেবে কোলা, কুড়িকাহনিয়া প্রতাপনগর কেয়ারগাতী বড়দল ও বলাবাড়িয়া বাধ মেরামতের কাজ ঠিকাদার কর্তৃক দ্রুত ভাবে চলছে। বেড়িবাধ মেরামতের কাজ অতি শ্রীঘ্রই শেষ হবে। ফ্রেন্ডশিপ এনজিও প্রতাপনগর, আনুলিয়া, শ্রীউলা ও খাজরা ইউনিয়নে দুর্যোগ সংক্রান্ত বিষয়ে সরাসরি কাজ করেন সেই হিসাবে তারা ১৮জন নারী পুরুষ মিলে চিকিৎসা সেবার ফার্স্ট এইড, ভাসমান লেট্রিন ৪ টি সহ দুর্যোগকালীন সময়ে উদ্ভুত সমস্যার সার্বিক ব্যবস্থা গ্রহন করবেন। ঘূর্ণিঝড় শুরুর আগে কিছু সতর্কতা অবলম্বন করলে ক্ষয়ক্ষতি অনেকাংশ কমিয়ে আনা সম্ভব। সবাই ব্যক্তিগতভাবে এই সতর্কতাগুলো মেনে চলছে, অনেক ঝুঁকি কমিয়ে আনা যাবে। ১. সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখে আতঙ্কিত হবেন না। ২. মূল ধারার নিউজ পোর্টাল, টিভি অথবা এফএম রেডিওর খবর শুনুন। ৩. দরজা জানালা বন্ধ রাখুন যাতে বাইরে থেকে ময়লা বা ভারী কিছু উড়ে এসে আঘাত করতে না পারে। ৪. টিনশেড বাসা বা নিচু জায়গায় বাড়ি হলে যদি নিরাপদ মনে না হয়, নিরাপদ কোথাও আশ্রয় নিন। ৫. খবরের জন্য ফেসবুক বা ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি না করে ফোনে রেডিও শুনুন। কারণ ডেটা কানেকশন চালু রাখলে দ্রুত ব্যাটারি ফুরাবে, নেটওয়ার্কও বেশি ব্যস্ত থাকবে। ৬. কোনো ভাবেই ট্যাপের পানি সরাসরি পান করবেন না। ফুটিয়ে বা ফিল্টার করে পান করুন। ৭. খুব বেশি জরুরি না হলে রাস্তায় বের হওয়া যাবে না। কেননা গাছ বা বিদ্যুতের পিলার উপড়ে পড়তে পারে, বা ভারী কিছু তীব্র গতিতে উড়ে এসে আঘাত করার মতো। ৮. দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে। এ ছাড়া এ সময় প্রচুর বজ্রপাতও হয়। আবার বৈদ্যুতিক শক খাওয়ারও ভয় আছে। ৯. সংকেত অনুযায়ী জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার বিষয়ে সহায়তা করুন। ১০. আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদানে সাধ্যমতো সহায়তা করুন। এ কারণে সবারই প্রাথমিক চিকিৎসার ধারণা থাকা উচিত। ১১. ফোনে কথা বলে নেটওয়ার্ক ব্যস্ত না রেখে এসএমএসের মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা করুন। ১২. উদ্ধার কাজে সহায়তা করুন।