
বিএম আলাউদ্দীন, আশাশুনি থেকে:
আশাশুনিতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ হল রুমে উপজেলা আওয়ামীগের অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান ও আশাশুনি উপজেলা শ্রমিকলীগের আহবায়ক এসএম হোসেনুজ্জামান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এসএম সাহেব আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম। উপজেলা যুবলীগ নেতা সরদার আমিরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, উপজেলা তরুন লীগের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুবলীগ নেতা তারিকুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুজ্জামান তাজ, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, শেখ রাসেল শিশু-কিশোর সম্পাদক জাহিদ হোসেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রিভু, সবুজ, নাজমুল, শ্রমিক নেতা আব্দুল মজিদ, শিমুল, হাবিবুর, রুহুল আমিন, স্বেচ্ছাসেবকলীগ নেত্রী শেখা কবির প্রমুখ।