
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর বাস্তবায়নে সাতক্ষীরা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক প্রশ্নপত্র সিল গালা করে, প্রোাগ্রাম নিয়োগ কমিটির কাছে হস্তান্তর করা হয়। উপজেলার ৮৪টি স্কুলের জন্য ২৫২ জন শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং বিকাল ৪ টা পর্যন্ত মৌখিক পরিক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, নিয়োগ কমিটির সদস্য, উপজেলা শিক্ষা অফিসার গাজী ছাইফুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, সাস কর্মকর্তা সাধন দাস, শাহিনুর রহমান, আব্দুল হান্নান, মিনহাজ উদ্দিন, কর্মসূচির প্রধান খান মোঃ শাহ আলম, জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুল ইসলাম, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার শেখ আল-আমিন হোসেন, প্রোগ্রাম সুপারভাইজারবৃন্দ উপস্থিত ছিলেন। নিয়োগ কমিটির সদস্যবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও মৌখিক পরীক্ষা পরিচালনা করেন।