সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনিতে বর্তমান সরকারের নিকট বিভিন্ন দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় আশাশুনি সদর কালীমন্দিরের সামনে রাস্তায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম। সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার বৈদ্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আশাশুনি সেবাশ্রমের স্বামীজি অধ্যক্ষ বিশ্ব প্রাণানন্দজি, পরিষদের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী, শিক্ষক কালিপদ রায় ও গোষ্ঠ বিহারী সরকার, বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতা উদয় কান্তি বাছাড়, প্রভাষক রবীন্দ্রনাথ সরকা, বাপন মিত্র, উত্তম দাস, মনিন্দ্র নাথ মন্ডল, বিশ্বনাথ সরকার, অনান কুমার সরকার, সত্যজিৎ মন্ডল, প্রভাষক রতন অধিকারী, দীপন কুমার মন্ডল, সুপদ সানাসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সনাতনধর্মাবলম্বী মানুষ। মানববন্ধনে ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবত্বর বোর্ড, হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়ন ও দুর্গাপূজায় তিন দিনের ছুটির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয।
আশাশুনিতে উপজেলা পূজা উদযাপন পরিষদের মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট