সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি: আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নূরের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, উপজেলা কৃষি অফিসার এসএম এনামুল ইসলাম, সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মোস্তফা নাহিয়ান হাবিব, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার, পিআইও সোহাগ খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, আবু দাউদ ঢালী, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, শেখ মিরাজ আলী, জগদীশ চন্দ্র সানা, রুহুল কুদ্দুস প্রমুখ। সভায় উপজেলায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অগ্রগতি ও সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
আশাশুনিতে উপজেলা পরিষদের মাসিক সভা
পূর্ববর্তী পোস্ট