
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলা পরিষদের উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, শেখ জাকির হোসেন, ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, প্রভাষম ম মোনায়েম হোসেন, আব্দুল আলিম মোল্যা, দীপঙ্কর কুমার সরকার দীপ, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি অফিসার রাজিবুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, পিআইও সোহাগ খান, সমবায় অফিসার করিমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, পরিসংখ্যান অফিসার শ^শ্মান মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী দারুছ সালাম প্রমুখ। সভায় ব্লুগোল্ড এর স্লুইচ গেট ও কালভার্ট নির্মানের ত্রুটি, গুনাকরকাটি টু তেতুলিয়া সড়কে ভাঙ্গন, পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ভলান্টিয়ার ভ্যাক্সিনেটর নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।