আশাশুনি সংবাদদাতা:
আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, ওমর ছাকি পলাশ, জগদীশ চন্দ্র সানা, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী, প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি অফিসার এনামুল ইসলাম, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা বিষয় নিয়ে আলোচনা করা হয়।