
প্রেস বিজ্ঞপ্তি: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) -এর সহযোগিতায় এবং বেসরকারী সংস্থা ”উন্নয়ন” এর আয়োজনে সাতক্ষীরা জেলার আশাশুনিতে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকালে উন্নয়ন সংস্থার আশাশুনি শাখা অফিস রুমে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম হোসেনুজ্জামান হোসেনের পক্ষে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুস সবুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিদরিদ্র কার্যক্রম ভূক্ত সদস্যর মেধাবি সন্তানদের হাতে এ শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন। এসময় উন্নয়ন সংস্থার আশাশুনি সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয়কারী এস.এম আব্দুর রহমান, শাখা ব্যবস্থাপক মো. শাহরিয়ার হোসেন, সমৃদ্ধি সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষাবৃত্তিতে ১০ জন মেধাবি ছাত্র-ছাত্রীদের হাতে ১২ হাজার টাকা করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।