
আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) উলজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়নমেলায় সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ ২০ টি স্টল অংশগ্রহণ করে। উন্নয়ন মেলা উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ বি এম মোস্তাকিম। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু বিল্লাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ। এছাড়া উপজেলার সকল ইউনিয়নের সচিব, উদ্যোক্তাগণ ও স্থানীয় সরকারের অধীনে সকল দপ্তরের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।