আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার দরগাহপুরে ইন্টার ফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় দরগাহপুর কলেজিয়েট স্কুল মাঠে ইউনিয়ন সিভিএ ওয়ার্কিং গ্রুপ এ মিটিং এর আয়োজন করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সমতা প্রকল্পের সহযোগিতায় মিটিং এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ। বিশিষ্ট সমাজসেবক মাতলুবার রহমানের সভাপতিত্বে মিটিং এ বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার গৌরাঙ্গ গাইন, সমতা প্রকল্পের জেলা সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার, ইউনিয়ন ভূমি সহকারী প্রদীপ কুমার গাইন। সমতা প্রকল্পের প্রজেক্ট অফিসার হারুন অর রশীদ এর সার্বিক সহযোগিতায় সভায় বিভিন্ন দলের স্কোরকার্ড উপস্থাপন করেন সিভিএ সদস্য মাসুমবিল্লাহ, সেলিনা খাতুন, মিনারা খাতুন, চামেলী খাতুন, প্রভা রাণী সরকার ও আশিকুর রহমান। সিভিএ সদস্য আসাদুজ্জামান মুকুল এর সঞ্চালনায় এসময় ইউপি সদস্যবৃন্দ, সিবিও সদস্যবৃন্দ, এসএইচজি সদস্যবৃন্দ, সিডিএফ সদস্যবৃন্দ, ইমাম, শিক্ষক, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন ফ্যাসিলিটেটরবৃন্দ, সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে ইন্টার ফেইস মিটিং অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট