
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার আশাশুনি টু সাতক্ষীরা সড়কে ইঞ্জিন ভ্যান উল্টে নয়নজলি পড়ে ২৫ বস্তা সার গলে গেছে। বুধবার (১০ নভেম্বর) বেলা ১১ টার দিকে সড়কের চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আশাশুনি কৃষি অফিসের উদ্যোগে প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের লক্ষ্যে বুধহাটা থেকে একটি ইঞ্জিন ভ্যানে করে ২৫ বস্তা ডিএপি সার আশাশুনি আনা হচ্ছিল। চাপড়া গ্রামে পৌছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ইঞ্জিন ভ্যানটি পাশের নয়নজলিতে গিয়ে পড়ে। নয়নজলির পানিতে ভ্যান ডুবে গেলে সারগুলো ভিজে গলে যায়। দ্রæত সারগুলো উদ্ধার করা হলেও ততক্ষণে সার গলতে থাকায় ব্যবহারের উপযোগিতা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়া সারের মূল্য ২০ হাজার টাকা।