আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানার পিতা হিমাংশু সানা ইহলোক ত্যাগ করেছেন। সোমবার দিবাগত রাত সোয়া ৯টায় উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের নিজস্ব বাসবভনে বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃতকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্র সন্তান সহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকালে বামনডাঙ্গা মৎস্য সেট সংলগ্ন শ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী শামসুল আলম, পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী মুনসুর গাজী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।
শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি মুঠোফোনে শোক সন্তপ্ত পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে সমবেদনা জ্ঞাপন করেন।