
এম আর মাসুদ, আশাশুনি: আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আশাশুনি উপজেলা আওয়ামীলীগে সহযোগি সংগঠণসমুহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। শুক্রবার (৪ আগষ্ট) বেলা ১১ টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত সভায় এ কর্মসূচি গ্রহন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম সাহেব আলীর সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দেও মধ্যে বনোমালী দাশ, রণজিৎ কুমার বৈদ্য, মহিতুর রহমান, বদিউজ্জামান মন্টু, কামরুল ইসলাম, শাহীন রেজা, মেম্বার শাহীনুর রহমান, হাবিবুর রহমান, ফিরোজ আহমেদ উজ্জল, তারিকুল ইসলাম, রবিউল ইসলাম নবু, রফিকুল ইসলাম, মোতাহার হোসেন,রবিউল ইসলাম রবি, শরিফুজ্জামান সবুজ, জাহিদ হোসেন, রুহুল আমিন প্রমুখ। সভায় ১৪ আগষ্ট দুপুরে রক্তদান কর্মসূচি ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলন, ১৫ আগষ্ট জাতীয় পতাকা অর্ধনমিতকরে উত্তোলন ও শোক পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান, কাঙালী ভোজ প্রদানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।