
সাতনদী ডেস্ক: আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরও ১০ জন চেয়ারম্যান প্রার্থী উপজেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বুধবার (৮ ডিসেম্বর) প্রার্থীরা নিজেরা বা তাদের প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা প্রদান করেন।
শম্ভুজিৎ মন্ডল: উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদে আ.লীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল রিটার্নিং অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন। তিনি মটর সাইকেল শোভাযাত্রা সহকারে ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকসহ শতশত নেতাকর্মী, সমর্থকদের নিয়ে উপজেলা পরিষদে গমন করে মনোনয়নত্র জমা দেন
মোঃ হোসেনুজ্জামান হোসেন: আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হোসেনুজ্জামান হোসেন হাজার হাজার দলীয় নেতা, কর্মী ও সমর্থকদের নিয়ে বিশাল মিছিল সহকারে উপজেলা পরিষদে গমন করেন। এখানে অনির্ধারিত সমাবেশে প্রার্থী হোসেনুজ্জামান ও নেতৃবৃন্দের পক্ষে কৃষকলীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলী বক্তব্য রাখেন। পরে উপজেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা প্রদান করেন।
শাহ নেওয়াজ ডালিম: বৃহৎ মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদে আ.লীগ (পুনরায়) মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম আশাশুনিতে গমন করেন। এসময় পুরা উপজেলা শহর ও আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। শোভাযাত্রায় বীর মুক্তিযোদ্ধা, আ.লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, নেতাকর্মী ও সমর্থকবৃন্দ অংশ নেন। এসময় কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, নেতাকর্মী, সমর্থকদের নিয়ে উপজেলা প্রকৌশলী আক্তার হোসেনের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থী শাহ নেওয়াজ ডালিম।
মোঃ সাহাবুদ্দিন সানা: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন সানা বহু নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে আশাশুনিতে গমন করেন। এরপর বীর মুক্তিযোদ্ধাসহ নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
শেখ জাকির হোসেন: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের (পনুরায় মনোনীত) প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি শেখ জাকির হোসেন মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে আশাশুনিতে গমন করেন। পরে রিটার্নিং অফিসার উপজেলা কৃষি অফিসারের হাতে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
দিপংকর কুমার: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের (পুনরায় মনোনীত) প্রার্থী দিপংকর সরকার দিপ দলীয় নেতাকর্মী, সমর্থক ও মুক্তিযোদ্ধাদের নিয়ে আশাশুনিতে গমন করেন। ইউনিয়নের স্বনামধন্য সাবেক চেয়ারম্যান কনক চন্দ্র সরকারের ছেলে দিপংকর পরে নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের নিয়ে রিটার্নিং অফিসার উপজেলা শিক্ষা অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
আব্দুল আলিম মোল্যা: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ দলীয় মনোনয়ত প্রাপ্ত নৌকা প্রতীকের (পুনরায় মনোনীত) চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম মোল্যা দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও সমর্থকদের নিয়ে আশাশুনিতে গমন করেন। পরে রিটার্নিং অফিসার উপজেলা প্রকৌশলীর হাতে মনোনয়নপত্র জমা দেন।
জগদীশ চন্দ্র সানা: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা নেতাকর্মী, সমর্থকদের নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে আশাশুনিতে গমন করেন। পরে উপজেলা প্রকৌশলীর হাতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।
গোলাম কুদ্দুছ ময়না: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কুদ্দুছ ময়না নেতাকর্মী, সমর্থকদের নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে আশাশুনিতে গমন করেন। পরে উপজেলা শিক্ষা অফিসারের হাতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা প্রদান করেন।
রবিউল ইসলাম রবি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক, সাবেক সর্বজন শ্রদ্ধেয় ইউপি চেয়ারম্যান মৃত মোবারক আলী গাজীর স্বনামধন্য ছেলে রবিউল ইসলাম রবি চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা প্রকৌশলীর কাছে তিনি মনোনয়নপত্র জমাদেন।