আশাশুনি সংবাদদাতা: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে দিবসের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। দুর্নীতি দমন কমিশন-দুদক, উপজেলা প্রশাসন আশাশুনি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন প্রদর্শনেরর মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন করেন ইউএনও কৃষ্ণা রায় ও দুদক খুলনা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোঃ মহসিন আলী। পরে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ (অবঃ) চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথির আলোচনা রাখেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ সহকারী পরিচালক মোঃ মহসীন আলী। উদুপ্রক সহ সভাপতি রোকনুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও আমিরুল ইসলাম, সম্পাদক আজাদুল ইসলাম, সদস্য এইচ মমতাজ হেলেন ও জিএম মামুন হাসান প্রমুখ।
আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
পূর্ববর্তী পোস্ট