
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবির, ইউএইচএ ডাঃ সুদেষ্ণা সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সমাজ সেবা অফিসার রিফকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুরর্ হমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, প্রভাষক ইয়াহিয়া ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা ও আসন্ন ইউপি নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।