সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল’র চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের যুব প্রতিবন্ধীদের ডিজিটাল/ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার এবং আইসিটি ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। লিলিয়ানা ফন্ডস (নেদারল্যান্ডস) এর অর্থায়নে সেন্টার ফর ডিসএ্যাবল ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগতিায় এবং আইডিয়াল এর বাস্তবায়নে গতকাল আশাশুনি ইউনিয়ন পরিষদ হল রুমে সকাল ১০ টা হতে দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রকল্পের সুপারভাইজর সুব্রত বাছাড় এর ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কার্যক্রমে স্বাগত বক্তব্য প্রদান করেন আইডিয়ালের আশাশুনি শাখার উর্ধ্বতন শাখা ব্যাবস্থাপক ওমর ফারুক। চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রকল্পের অন্তর্ভুক্ত ২০ জন যুব প্রতিবন্ধীদের ডিজিটাল/ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার এবং আইসিটি ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন আইডিয়াল সংস্থার আইটি বিষয়ক কর্মকর্তা ফারুক হোসেন জুেিয়ল। এ সময় প্রশিক্ষণার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার, ইউটিউব ব্যবহার, অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে সরকারি, বেসরকারি সেবা প্রাপ্তির ধাপসমূহ, ফ্রিলান্সিংসহ বিভিন্ন আইসিটি ভিত্তিক সেবা সমূহ সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করা হয়েছে।