
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে আন্তর্জাতিক শান্তি দিবস ও আন্তর্জাতিক অহিংস দিবস- ২০২১ উপলক্ষে পক্ষকালব্যাপী প্রচারাভিযাসের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে। বুধবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অগ্রগতি সংস্থা পিস কনসোর্টিয়াম প্রকল্পের সহযোগিতায় পিস ক্লাব আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক। ক্রীড়া ধারাভাষ্যকার আশরাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস কে হাসান, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আঃ গফফার, পিস ক্লাবের প্রতিনিধি আঃ রহমান ও শিউলী পারভিন প্রমুখ বক্তব্য রাখেন। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মালিটমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য উপস্থাপন করেন, প্রজেক্ট ম্যানেজার সৈয়দ সানাইল বাশার। অনুষ্ঠানে ছবি প্রদর্শন প্রতিযোগিতায় বুধহাটার সুব্রত মন্ডল ও আশাশুনি সদরের রাশেদুল ইসলাম রাসেলকে ক্রেস্ট প্রদান করা হয়।