
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সদরের কোদন্ডা গ্রামে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বেধে রেখে দস্যুবৃত্তির ঘটনা ঘটেছে। নগদ টাকাসহ সাড়ে ৩ লক্ষাদিক টাকার অলঙ্কার নিয়ে যায়। শুক্রবার সন্ধ্যা রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনীন্দ্র নাথ বসাক বয়সের ভারে নতজানু হয়ে জীবন যাপন করেন। নিরামিষভোজি মনিন্দ্র নাথের অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য ছেলে এড. উদয় বসাক সাথে নিয়ে ঢাকায় রওয়ানা হন। একলা বাড়িতে থাকা মনিন্দ্র নাথ ঘরের মধ্যে পূজা করছিলেন। এসময় দস্যুদলের এক সদস্য ঘরের সামনে দাড়িয়ে পলাশ বলে ডাকলে শিক্ষক পিছন ফিরতেই দস্যু সদস্য দ্রুত তাকে জাপটে ধরে ঘর থেকে বের করে রান্না ঘরের পিছনে নিয়ে বেঁধে ফেলে। এসময় অন্য দস্যুরা ঘরে ঢুকে আলমারী, শোকেসের তালা ভেঙ্গে সোয়া দু’ ভরি ওজনের কানের, গলার ও হাতের স্বর্ণালঙ্কার, মূল্য অনুমান সোয়া তিন লক্ষ টাকা এবং অন্য রুম থেকে নগদ ২৩ হাজার টাকা বের করে নিয়ে বেরিয়ে গেলে অন্যজন শিক্ষককে ছেড়ে দিয়ে হুমকী ধামকী দিয়ে সবশেষে বেরিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।