
মাসুদুর রহমান মাসুদ,আশাশুনি ব্যুরো: আশাশুনিতে অপুষ্টি নির্মূলে কিশোর কিশোরীদের করনীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শোভনালী ইউনিয়নের ১নং বদরতলা সরকাররি প্রাথমিক বিদ্যালয়ে (সাইক্লোন সেন্টার) শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় মৌমাছি’র সভাপতি মানিক চন্দ্র বাছাড়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাি উদ্ধোধন করেন জুম মিটিং এর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
জনপ্রশাসন মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠান মৌমাছি’র বাস্তবায়নে জুম ক্লাউড এর মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আলহাজ্ব নরুল ইসলাম, খুলনা বিভাগীয় সমন্বয়কারী সিএসএ ফর-সান ও নির্বাহী পরিচালক উদয়ণ-বাংলাদেশ শেখ আসাদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এপির প্রোগ্রাম অফিসার মানিক হালদার, জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কানাই লাল মন্ডল,বাংলাদেশ কৃষিকলীগ শোভনালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কার্ত্তিক সরকার, প্রশান্ত মিস্ত্রী, উত্তরণ আশাশুনি শাখার শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান, আলো সংস্থার নির্বাহী পরিচালক মো: ফিরোজ আহম্মদ, টিএমএসএস প্রকল্প ব্যবস্থাপক স¤্রাট আলী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশিক ই লাহী, সুন্দরবন ফাউন্ডেশনের আফজাল হোসেন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।