প্রেস বিজ্ঞপ্তি: স্বেচ্ছাসেবাম‚লক রক্তদাতা সংগঠন “আল-মু’মিন বøাড ব্যাংক”র মাসিক সভা ও স্বেচ্ছাসেবকদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় শহরের অদ‚রে নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতেই গত ১৬ ডিসেম্বর মৃত্যুবরণ করা স্বেচ্ছাসেবী মো. জাহিদুল ইসলামের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সভায় আল-মু’মিন বøাড ব্যাংকের উপদেষ্টা নাজমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আল-মু’মিন ফাউন্ডেশন ও বøাড ব্যাংকের চেয়ারম্যান হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আল-মু’মিন বøাড ব্যাংকের সদস্য হাবিবুল্লাহ হাবিব, এস.এম নাসিম উদ্দিন, আবদুল কাদের, তাসফি নাহার স্বর্ণা, আবদুল্লাহ, হাসিব বাবু রনি, মুশফিকুর রহমান রিজভি, ফাতিমাতুজ্জাহ্রা, মুনিয়া সুলতানা ঋতু, মো. জামাল হোসেন, পারভেজ খান, মো. সাইফুল্লাহ, মো. জাহিদ হাসান, মো. আলমগীর হোসেন, জেড. আর মহিন, আনিসুর রহমান, মল্লিক মাহফুজ হাসান, বিপ্লব, অধরা ইসলাম পাখি, এহসান মাহবুব, এনামুল হোসেন, মল্লিক নেয়ামুল ইসলমা নাইম, আসিফ আহমেদ রাজ, মেহেদী হাসান সোহাগ, আবির হাসান রাব্বি, এসকে বাবু খান রনি, জাকারিয়া খান সৌরভ প্রমুখ।
প্রধান তার বক্তব্যে তিনি বলেন, আল-মু’মিন বøাড ব্যাংক স্বেচ্ছাসেবার যে মহান ব্রত নিয়ে কাজ শুরু করেছে তা অব্যাহত থাকবে। দেশের কোন মানুষের যেন রক্তের অভাবে মৃত্যু না হয় আমরা ঐক্যবদ্ধভাবে সেই চেষ্টা করব। এসময় সকল স্বেচ্ছাসেবকদেরকে ধন্যবাদ জানান তিনি।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে স্বেচ্ছাসেবকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে ডিসেম্বর মাসের ফেসবুকে শীর্ষ অবদানকারীর পুরস্কার জেতেন মো. আমিনুর রহমান, উদীয়মান স্বেচ্ছাসেবকের পুরস্কারে ভ‚ষিত হন সাকিব হাসান। সর্বোচ্চ ৩১টি ডোনার দিয়ে ডিসেম্বর মাসের সেরা ডোনার প্রস্তুতকারীর পুরস্কার জিতে নেন প্রিন্স রিপন।