
স্টাফ রিপোর্টার, দেবহাটা: সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১১ সেপ্টেম্বর) শনিবার বেলা ১০টায় উপজেলা প্রশাসন, সাতক্ষীরা সদর এর আয়োজনে আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আকবর আলি সাহেবের সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা থানা নির্বাহী অফিসার ফতেমা তুজ জোহরা, বিশেষ অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অফিসার ফাতেমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক কল্যান ব্যানার্জি, মাহমুদপুর সীমান্ত আদর্শ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মাওলানা মহিদুল ইসলাম, আলিপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো মিজানুর রহমান, ইউপি সদস্যা সলুদা বেগম, প্রধান শিক্ষক আব্দুল লতিফ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম আব্দুর রকিব আল মেহেদি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, মাহমুদপুর গার্লস কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্রশীল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, অধ্যক্ষ আলিপুর আজিজিয়া দাখিল মাদ্রাসা, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এছাড়া শিক্ষার্থীরা ও এলাকার অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বৈশি^ক মহামারি কোভিড-১৯এর জন্য আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫০জন ছাত্রির বাল্যবিবাহ হয়েছে। যাহা বাংলাদেশে টনক নড়ে গেছে। এছাড়া ও অন্যান্য স্কুলেও কিছু কিছু ছাত্রীর বাল্যবিবাহ হয়েছে এবং অনেকে ঝুঁকির মধ্যে আছে। অভিভাবকদের কাছ থেকে জানা যায়, বিদ্যালয় বন্ধ থাকার কারনে, দারিদ্রতার কারনে, বখাটে ছেলেরা উত্যক্ত করায়, এবং ছেলেদের সাথে সম্পর্ক হওয়ায় এক পর্যায়ে উদ্বিগ্ন হয়ে তাদের জন্ম নিবন্ধনে বয়স বাড়িয়ে বিয়ের ব্যবস্থা করতে বাধ্য হন। সভায় বক্তারা বাল্যবিবাহের কুফল ও শাস্তি মূলক ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন এবং এব্যাপারে সবাইকে সচেতন করেন। যাতে করে বাল্যবিবাহ প্রতিরোধ হয়।