
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নে মাহমুদপুর মৌজার এস এ ১৩২৪ খতিয়ানে ৩৩৮৫ দাগে ০৯শতক জমির মধ্যে ০৪শতক পৈত্রিক সম্পত্তি জবর দখলের পায়তারায় আদালতে মামলা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, মাহমুদপুর গ্রামের আলাউদ্দিন মোড়ল জীবিত থাকা কালীন পৈত্রিক সূত্রে উক্ত নালিশি সম্পত্তি ভোগ দখল করে আসছিলেন। তার মৃত্যুর পর উক্ত নালিশী সম্পত্তি তার পুত্র আব্দুল জলিল মোড়ল ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হইয়া ভোগ দখল করে আসছেন। গত ইং ২৩/৩/২০২১ তারিখে একই এলাকার মৃত্যু হামিদ মোড়লের পুত্র শওকত মোড়ল, আহমদ আলী মোড়ল , সুজাত আলী মোড়ল , আহম্মদ আলী মোড়লের পুত্র মনিরুজ্জামান কালু, শওকত আলী মোড়ল এর পুত্র জহিরুল ইসলাম মিলন, শহিদুল ইসলাম ও সুজাত আলির পুত্র মামুনুর রশিদসহ আরো দশ, বার জন দেশীয় অস্ত্র নিয়া উক্ত নালিশি সম্পত্তি জবর দখল করতে যায়। এসময় উক্ত নালিশি সম্পত্তির এস এ রেকর্ড এর মালিক মৃত্যু আলাউদ্দিন মোড়লের পুত্র আব্দুল জলিল মোড়ল বাঁধা প্রদান করিলে তাকে খুন-জখমের হুমকি দিয়ে নালিশী সম্পত্তি হতে তাড়িয়ে দিয়ে পাকা স্থাপনা তৈরীর কাজ শুরু করে। আব্দুল জলিল কোন উপায় না পেয়ে সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ কার্যবিধি মামলা করে যার নাং ৫৯৪/২১। ভুক্তভোগী আব্দুল জলিল নালিশি সম্পত্তিতে জবর দখলকারীদের আইনের আওতায় এনে ন্যায় বিচারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন