স্পোর্টস ডেস্ক :
আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ৯ মে শুরু হওয়া সিরিজের জন্য ঈদের পর সিলেটে অনুশীলন ক্যাম্প করবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
সোমবার বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আইপিএল খেলতে যাওয়া লিটন দাস ৫ মে সরাসরি ইংল্যান্ডে দলের ক্যাম্পে যোগ দেবেন।
জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে জানান, বাংলাদেশ দল ইংল্যান্ড যাবে ১ মে। পরের দিনই অনুশীলনে নেমে পড়বেন তামিম ইকবালরা। ৫ মে ইংল্যান্ডে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন লিটন।
তিনি জানান, দেশ ছাড়ার আগে ২৬ বা ২৭ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করবেন টাইগাররা।
সিলেটে অনুশীলনের বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘উইকেট এবং কন্ডিশন চিন্তা করে প্রধান কোচই সিলেটকে বেছে নিয়েছেন। ঢাকার বাইরে ক্যাম্প হলে সিলেট ভেন্যুটাই সবচেয়ে ভালো। সে জন্য ওই জায়গাটা নির্বাচন করা।’