কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়ার সোনাবাড়ীয়ায় বেসরকারি সেবা সংস্থা পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব) এর উদ্যোগে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সোনাবাড়ীয়া পশ্চিম পাড়া হামিদ মেম্বরের বাড়ি থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- চাল ১০ কেজি, চিড়া ৫ কেজি, চিনি ২ কেজি, তেল ১ কেজি, ডাল ২ কেজি, লবণ ২ কেজি।
পিসব’র প্রকল্প পরিচালক ইমরান হুসাইন হাবিবীরত তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ সরদার, সাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানা যায়।