
নিজস্ব প্রতিবেদক:
আম্পফানে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রসমাজ। শুক্রবার বেলা ১২ টায় তুফান কোম্পানি লি: এর সহযোগিতায় ছাত্রসমাজের ব্যানারে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঘূর্ণিঝড় আম্পফানে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরা সদরের ১ নং ওয়ার্ডের গদাই বিল সংলগ্ন দু’শ পরিবারের মাঝে রান্না করা খাবার প্যাকেটজাত করে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তুফান কোম্পানি লি: এর ম্যানেজিং ডাইরেক্টর ও সাতক্ষীরা জেলা বিকাশের ডিস্ট্রিবিউটর তানজিম কালাম তমাল, জেলা ছাত্রসমাজের সভাপতি ও খুলনা বিভাগীয় ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক কায়সারুজ্জামান হিমেল, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমনসহ জেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।