
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ১০ নং আগরদাড়ী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন মিলন জামায়াত সমর্থন নিয়ে নির্বাচন করলেও সংবাদ কর্মীদের কাছে বলেন জামায়ত শিবিরের প্রার্থী হচ্ছেন শেখ শাহিদ। এদিকে জামায়াত নেতারা কবির হোসেন মিলনের পক্ষে নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দিলেও মিলন দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদকের ফোনে কথা হলে তিনি তা স্বীকার করেননি। তিনি বলেন, যেখানে শিবিরের প্রার্থী আছে সেখানে আপনি কিভাবে বলেন জামায়াত সমর্থন দিচ্ছে। জামাতের কিছু লোক লুৎফর আঙ্কেল, কিছু লোক নৌকা ও কিছু লোক মজনুর পক্ষে কাজ করছেন। কবির হোসেন মিলন বলেন, যেখানে শিবিরের প্রার্থী আছে সেখানে আমি ডাউট ফিল করছি কি হয়।
আমার জামায়াত সমর্থনের কোন বিষয় না জনগন আমাকে ভালো বাসেন বলেই ইউনিয়ন পরিষদ নির্বাচন করছি। এ দিকে জামায়াত নেতাদের কাছে কবির হোসেন মিলনকে সমর্থনের বিষয় জানতে চাইলে তারা জানান দলীয়ভাবে সমর্থন দেওয়া হয়েছে। সে অস্বীকার করলে আমাদের কিছু করার নাই।
কিন্তু কবির হোসেন মিলন জামায়াত সমর্থন বিষয় অস্বীকার করার বিষয় ইউনিয়ন জামায়াত কর্মীদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ। নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াত কর্মীরা জানান, ২০১৪ সালে যে সময় সহিংসতা চলছিল ঠিক সে সময় কবির হোসেন মিলন আগরদাড়ী ইউনিয়নের কাশেমপুর, বালিয়াডাঙ্গা, নেবাখালী ও দত্তবাড়ী এলাকায় নিরীহ মানুষকে গ্রেফতার করিয়ে টাকা পয়সা আদায় করে বিপুল বিত্ত-বৈভবের মালিক হয়েছে। আমরা ভোট দেওয়ার বিষয় চিন্তা ভাবনা করবো।